বর্ধমান জেলার অতি প্রাচীন জনপদ অম্বিকা কালনা। ভারতীয় সংস্কৃতির জীবন্ত সাক্ষী অম্বিকা কালনার গাঙ্গেয় তটভুমিতে স্তরে স্তরে সঞ্চিত হয়ে আছে ইতিহাস। পাল যুগে, সেন যুগে এমনকি গুপ্ত যুগেও ‘অম্বুয়া’র সমৃদ্ধ ইতিহাস ছিল। মধ্যযুগে শ্রীচৈতন্যের আবির্ভাবের আগেও কালনার প্রামান্য ইতিহাস রয়েছে। সুলতানী আমলের পুরাতাত্বিক নিদর্শনগুলি কালনার ধর্মীয় সংস্কৃতির সঙ্গে ইসলামী সংস্কৃতির মেল বন্ধনের মুক্ত পরিমণ্ডলকে প্রমান করে। ‘অম্বিকা কালনা ইতিহাস সমগ্র’ (১) খন্ড ‘অম্বিকা কালনা’ ‘ধর্মীয় ও পুরাতাত্ত্বিক ইতিহাস’ গ্রন্থটি অম্বিকা কালনার প্রাচীন ধর্মীয় সংস্কৃতির ইতিহাসকে প্রামান্য তথ্য ও ঐতিহাসিক বিচার বিশ্লেষণের মধ্য দিয়ে আলোকিত ও জীবন্ত করে তুলেছে। নিরবিচ্ছিন্ন সম্মুখ ধারনার পরিকাঠামো গড়ার উদ্দেশ্যে গ্রন্থটির বিষয় বিন্যাস বিশেষভাবে সাজানো হয়েছে –
১) কালীক্ষেত্র, ২) শিবক্ষেত্র, ৩) কৃষ্ণক্ষেত্র, ৪) দুর্গাক্ষেত্র, ৫) বৈষ্ণবক্ষেত্র, ৬) জগন্নাথ দেব ও রামসীতাক্ষেত্র, ৭) ইসলামিক্ষেত্র, ৮) খ্রীষ্টক্ষেত্র ও ৯) অন্যান্য ধর্মীয়ক্ষেত্র।
অম্বিকা কালনায় সর্বধর্মের যে সমন্বয় ঘটেছে তা এই গ্রন্থে সুনিপুন সম্পাদনায় উজ্জ্বলভাবে প্রতিভাত হয়েছে।