পেশা শিক্ষকতা, নেশায় মৌলিক সাহিত্য সৃষ্টি। নানা কাজের অবসরে যে সময়টুকু কেবল নিজের, সেই সময়টুকু সাহিত্যচর্চা আর সাহিত্য সাধনার – এই ভাবেই অভ্যস্ত হয়ে উঠেছে সোমেশ মণ্ডলের সৃষ্টিশীল কলম। স্থানীয় পত্র-পত্রিকার পরিমণ্ডল অতিক্রম করে তাঁর লেখা ছড়িয়ে পড়েছে ছাপানো অক্ষরের মোড়কে বিভিন্ন জেলায়। কবিতা নিয়ে তাঁর বই এই প্রথম। কবিতাগুলির নামকরণে রয়েছে আধুনিকত্ব। এখানে ভাষার গতি সরল এক মানুষের সবলা মনের মত।
সরলরৈখিক গতিতে চলা ছত্র-চাতুরী ও বাহুল্য বর্জিত ভাবপ্রকাশ। বাক্য গঠন, ছন্দসৃষ্টি, উপমা, প্রতীক ব্যবহার এখানে প্রচলিত বাগধারার মত। অনুবাদ কবিতাগুলি মনে রাখার মত। অন্যান্য কবিতাগুলি সবই সমমানের না হলেও ভাব-সঞ্চারে আপ্লুত হতে হয়।
সরলরৈখিক গতিতে চলা ছত্র-চাতুরী ও বাহুল্য বর্জিত ভাবপ্রকাশ। বাক্য গঠন, ছন্দসৃষ্টি, উপমা, প্রতীক ব্যবহার এখানে প্রচলিত বাগধারার মত। অনুবাদ কবিতাগুলি মনে রাখার মত। অন্যান্য কবিতাগুলি সবই সমমানের না হলেও ভাব-সঞ্চারে আপ্লুত হতে হয়।