বর্ধমান জেলার অতি প্রাচীন জনপদ অম্বিকা কালনা। ভারতীয় সংস্কৃতির জীবন্ত সাক্ষী অম্বিকা কালনার গাঙ্গেয় তটভূমিতে স্তরে স্তরে সঞ্চিতহয়ে আছে ইতিহাস। পাল যুগে, সেন যুগে এমনকি গু্প্তযুগেও ‘অম্বুয়া’র সমৃদ্ধ ইতিহাস ছিল। মধ্যযুগে শ্রীচৈতন্যের আবির্ভাবের আগেও কালনার প্রামান্য ইতিহাস রয়েছে। সুলতানী আমেলের পুরাতাত্ত্বিক নিদর্শনগুলি কালনার ধর্মীয় সংস্কৃতির সঙ্গে ইসলামী সংস্কৃতির মেল বন্ধনের মুক্ত পরিমণ্ডলকে প্রমান করে। “অম্বিকা কালনা ইতিহাস সমগ্র : ধর্মীয় ও পুরাতাত্ত্বিক ইতিহাস” গ্রন্থটি অম্বিকা কালনার প্রাচীন ধর্মীয় সংস্কৃতির ইতিহাসকে প্রামান্য তথ্য ও ঐতিহাসিক বিচার বিম্লেষণের মধ্য দিয়ে আলোকিত ও জীবন্ত করে তুলেছে। নিরবিচ্ছিন্ন সম্মুখ ধারণার পরিকাঠামো গড়ার উদ্দেশ্যে গ্রন্থটির বিষয় বিন্যাস বিশেষবাবে সাজানো হয়েছে - (১) কালীক্ষেত্র (২) শিবক্ষেত্র (৩) কৃষ্ণক্ষেত্র (৪) দুর্গাক্ষেত্র (৫) বৈষ্ণবক্ষেত্র (৬) জগন্নাথ দেব ও রামসীতাক্ষেত্র (৭) ইসলামিক্ষেত্র (৮) খ্রীষ্টক্ষেত্র (৯) অন্যান্য ধর্মীয়ক্ষেত্র। (১০) কালনার প্রধান মেলা/পার্বণ/পূজা (১১) কালনার আশ্রম ও মঠ। অম্বিকা কালনায় সর্বধর্মের যে সমন্বয় ঘটেছে তা িএই গ্রন্থে সুনিপুনভাবে, উজ্জ্বলরূপে প্রতিভাত হয়েছে।

www.tatobhumiprakashani.in
সুমাল্য দাস
- পেশায় ইংরাজী ভাষার শিক্ষক (এম.এ; বি.এড; ডি.ই.এল.টি) এবং সাংবাদিকতার জন্য জেলায় পরিচিত মুখ। শতাব্দী প্রাচীন ‘পল্লীবাসী’তে সাংবাদিকতায় হাতেঘড়ি। বর্তমানে ‘পল্লীবাসী’, ‘সাম্প্রতিক’, ‘হোত্রী’, ‘শিক্ষা ও সাহিত্য’, ‘সংঘসাথী’ সহ ‘সংবাদ নারদানিক’ এ নিয়মিত লিখে চলেছেন। আঞ্চলিক ইতিহাসের উপর তার একাধিক গ্রন্থ পাঠক মহলে অতি সমাদৃত হয়েছে। ‘অম্বিকা কালনা ইতহাস সমগ্র ধর্মীয় পুরাতাত্ত্বিক ইতহাস’গ্রন্থটির র্ততীয় সংস্কৃরণ বর্তমান গ্রন্থ। বিগত দুটি সংস্কৃরণ শ্রীদাসের সম্পাদিত হলেও বর্তমান গ্রন্থটি লেখকের নিজের লেখা। পরিবর্ধিত ও পরিমার্জিত লেখনীর শ্রমসাধনার মৌলিক নির্যাস বর্তমান গ্রন্থ। সুমাল্য দাসের লেখা 'The History of Ambika Kalna Glimpses of Tourism' গ্রন্থটি আঞ্চলিক সীমা পেরিয়ে আজ বহুমাত্রিক গৌরব অর্জন করেছে। সুমাল্য দাস সম্পাদিত ভবানীপ্রসাদ মজুমাদরের লেখা ‘শ্রেষ্ঠ ছড়া সমগ্র’ পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক উপেন্দ্রকিশোর পুরস্কার ২০১২ লাভ করেছে। সুমাল্য দাসের সম্পাদনায় অতীন বন্দ্যোপাধ্যায়ের ‘নির্বাচিত গল্প সংগ্রহ’ আজও পাঠক মহলে সমাদৃত। লেখকের ‘বরণীয় মনীষীদের সম্রণীয় রঙ্গরসিকতা’ খুবই জনপ্রিয়তা লাভ করেছে। বর্তমানে লেখক তটভূমি প্রকাশনীর সম্পাদক ও প্রকাশক হিসেবে নিরলস ও নিরবিচ্ছিন্ন ভাবে কাজ করে চলেছেন।
মূল্য : ৪০০ টাকা মাত্র (চারশত টাকা মাত্র)
**************
ভূমিকা
ইতিহাসের বৃহত্তর পরিসরে আঞ্চলিক ইতিহাসের ভূমিকা অপরিসীম। সুমাল্য দাসের শ্রমসাধ্য, মননশীল ও সাবলীল লেখা ‘অম্বিকা কালনা ইতিহাস সমগ্র: ধর্মীয় ও পুরাতাত্ত্বিক ইতহাস’ এক অথের্ই প্রামাণ্য ইতিহাস। গাঙ্গেয় তীর্থভূমি কালনার ইতহাস সুপ্রাচীন। ওই অঞ্চলের জনজাতির ধর্মীয় বিশ্বাস, আর্থ-সামাজিক জীবন, তাদের পুরাকীতির সুনিপুন গবেষণায় বাগ্ময়ী হয়ে উঠেছে বইটিতে। বইটিতে কালনায় জৈনযুগ ও তার প্রভাব, মুসলমানি আমল, শ্রীচৈতন্যের যুগ এবং বর্ধমান রাজাদের আমলের ‘কালনা’কে চিত্রসহ সুনিপুন ভাবে অঙ্কিত করা সম্ভব হয়েছে। কালনার মত প্রাচীন তীর্থভূমির ধর্মীয় ও পুরাতাত্ত্বিক উপাদানগুলির আরো বেশী করে প্রচারের আলোকে আশা প্রয়োরজন এবং জাতীয় স্তরে গবেষণার আয়োজনও দরকার। এই গ্রন্থটি কালনার প্রাচীন ইতিহাসকে প্রচারের পাদপ্রদীপে আনতে সক্ষম হবে বলে আমি মনে করি। শাক্ত-নগরী কালনায় রয়েছেন দেবী অম্বিকা দিদ্ধেশ্বরী, সাধন কালী, বড়কালীমাতা, মেজকালীমাতা, সেজকালীমাতা, ভবা পাগলা প্রতিষ্ঠিত মা ভবানী : অন্যদিকে শিবক্ষেত্র কালনায় রয়েছে ১০৮ শিবমন্দির, প্রতাপেশ্বর মন্দির, রামেশ্বর শিব মন্দির, বাঘনাপাড়ার গোপেশ্বর মন্দির, বর্ধমান রাজাদের আমলে পুরাকীতির কালনা তথা বাঙ্গালীর জাতীয় সম্পদ - লালজী মন্দির, গোপাল মন্দির, কৃষ্ণচন্দ্রের মন্দির তাদের অন্যতম। শ্রীচৈতন্যের জীবিতকালে একমাত্র নির্মিত ‘মহাপ্রভূ বাড়ি’ বৈষ্ণব সাধকদের তীর্থভূমি। এমন বহু বিরল ইতহাস নিয়ে কালনা আজও প্রাচীন ইতিহাসের নীরব সাক্ষী। ইসলামী ও খ্রীষ্টক্ষেত্রের প্রাচীনত্ত্বও আমাকে অবাক করে। কালনায় এক কথায় সর্বধর্মের সমম্বয় ঘটেছে। 
গ্রন্থটির সাবিক সাফল্য কামনা করি।
 অতীন বন্দ্যোপাধ্যায় 
১৫/০৬/২০১৭
এ.সি.-১৮৫, প্রফুল্লকানন
    কলকাতা-৭০০১০১
**************
শুভেচ্ছাপত্র
সুমাল্য দাসের লেখা ‘অম্বিকা কালনা ইতিহাস সমগ্র: ধর্মীয় ও পুরাতাত্ত্বিক ইতিহাস’ নবকলবরে প্রকাশিত হচ্ছে জেনে আনন্দিত হলাম। 
ঐতিহ্যশালী টেরাকোটা শিল্পসমৃদ্ধ গঙ্গাপাড়ের প্রাচীন শহর অম্বিকা কালনা। ২০০৫ সালের ১৪ই আগস্ট 'The Telegraph' পত্রিকায় প্রকাশিত একটি প্রবন্ধ আমায় কালনা সম্পর্কে বিশেষ আগ্রহী করে তুলেছিল। সেখানে ছিল - "Every edifice in Ambika Kalna or Kalna as it is popularly known, oozes history. The peerless architecture of the temples of this town and their history leave few untouched." মন্দিরময় এই শহরের সর্বত্র ইতিহাসের ছোঁয়া এবং মূর্ততা রয়েছে। The Times of India, Dec.31, 2011 লিখেছেন "Kalna will sweep you off your feet when you look at the temples that have been taken up by the ASI for preservation and restoration. What is the magic of this town ? You won't know until you step in "- 
বর্ধমান জেলার অতি প্রাচীন জনপদ অম্বিকা কালনা। প্রাচীন ও মধ্যযুগীয় সময়ের সামাজিক ও ধর্মীয় আন্দোলনের বহু নিদর্শন এখানে রয়েছে। সর্বধর্মসমন্বয় এবং মানবতাবোধে আপ্লুত এই মঞরে অনেককিছু রয়েছে যা গবেষণার দাবী রাখে। স্নেহভাজন সুমাল্য দসের এই গ্রন্থ নির্মাণে যে কঠোর শ্রমসাধনা রয়েছে তা এক কথায় অনন্য। তার এই সৃষ্টি অনন্যকীর্তি। আঞ্চলিক ইতিহাস রচনায় এই গ্রন্থ ধ্রুপদী দৃষ্টান্ত। বিষয় বিন্যাস, চিত্র ব্যবহার ও বিন্যাস; বাহুল্যবর্জিত বর্ণনা এবং তথ্যনির্ভরতা এই গ্রন্থকে রিজুতা প্রদান করেছে। তবে ইসলামিক ক্ষেত্রটি আরো গবেষণার দাবী রাখে। 
গ্রন্থটির সার্বিক সাফল্য কামনা করি।


সঞ্জীব চট্টোপাধ্যায় 
১৬/১১/২০১৩

৬৩/২ বি.কে.মৈত্র রোড
    কলকাতা-৭০০০৩৬
শুভেচ্ছাপত্র
অম্বিকা কালনার সুপ্রাচীন ইতিহাসের মূল বৈশিষ্ট্য আধ্যাত্মিক মনন পরিচর্যার সংস্কৃতি এবং লোক সংস্কৃতির সঙ্গে তার মেলবন্ধন। সূমাল্য দাসের প্রগাঢ় মানসিক ও শারীরিক পরিশ্রমের সার্থক ফসল “অম্বিকা কালনা ইতিহাস সমগ্র: ধর্মীয় ও পুরাতাত্ত্বিক ইতিহাস” নবকলেবরে প্রকাশিত হচ্ছে। বইটির বিষয় শ্রেণি বিন্যাসকরণ প্রশংসনীয়। অতি সুনিপুনভাবে কালীক্ষেত্র - শিবক্ষেত্র-কৃষ্ণক্ষেত্র-দূর্গাক্ষেত্র-বৈষ্ণবক্ষেত্র ইত্যাদির বিষয় বিন্যাস করা হয়েছে। বইটির Manuscript গুলি পড়ে আমার মনে হয়েছে কালনার উপর এত বিস্ত্বর্ণ ও বর্ধিত গবেষণা এখানে সন্নিবেশিত হয়েছে যা আঞ্চলিক ইতিহাসের প্রামাণ্য গ্রন্থ বললে অত্যুক্তি হবে না। 
সুমাল্য দাসের এই গ্রন্থ সার্থক ও সাফল্য মন্ডিত হোক এবং পাঠকমহলে সুপরিচিত হোক ঈশ্বরের কাছে সেই প্রার্থনাই করি।


ভবানীপ্রসাদ মজুমদার 
২৬/১২/২০১১
১০১/২, মাকড়দহ রোড
    কলকাতা-৭১১১০১
শুভেচ্ছাপত্র
শ্রী সুমাল্য দাসের লেখা :‘অম্বিকা কালনা ইতিহাস সমগ্র: ধর্মীয় ও পুরতাত্ত্বিক ইতিহাস’ একটি ধ্রুপদী আঞ্চলিক ইতিহসা। গবেষণার পূর্ণ আকর এই গ্রন্থে কালনার আত্মবিস্মৃত ইতিহাস তথ্যসমৃদ্ধ আলোকে তুলে ধরা হয়েছে। এই গ্রন্থ অদূর ভবিষ্যতে আরও গবেষণার পথ প্রশস্ত করবে। এমন গ্রন্থ লেখার জন্য শ্রী সুমাল্য দাসকে সাধুবাদ জানাই। ঈশ্বরের কাছে গ্রন্থটির সাফল্য কামনা করি।  


শ্রী যজ্ঞেশ্বর চৌধুরী 
২৮/১০/২০২১
ভদ্রকালী, উত্তরপাড়া
   হুগলী-৭১২২৩২

"Ambika Kalna" Located on the west bank of the Bhagirathi, a distributary of the Ganges, Ambika Kalna or popularly known as Kalna, a sup-divisional town, a municipality in Purba Bardhaman district in the Indian state of West Bengal, is a small unit of larger multi dimensional background in Indian History. The first reference to Ambika Kalna is found in a 6th century text name Kubjika Tantra.
According to General Alexander Cunningham, the founder of the Archaeological Survey of India, Ambika Kalna was a frontier city of the Tamralipta Kingdom in 7th century AD. During the reign of Shashanka in 7th century, a hyper naval-base was founded at Kalna. Kalna houses the only chaitannya temple built in Sri Chaitannya's life time. It is the renowned abode of pilgrimage for the Baisnabites. It was a celebrated place during the Muhamedan rule in the 15th century.
It reached it's pinnacle of glory during the late 18th century under the patronage of the Maharajas of Bardhaman, who built several magnificent temples with intricateterracotta ornamentation.
Every edifice in Ambika Kalna oozes history. It bears the testimony to the diversity of India's enriched cultural and religious heritage.

Sumalya Das
Sumalya Das (M.A., B.Ed, DELT), a teacher by profession, a freelance journalist by avocation, is a prolific writer, best known for shorter stories and essays on regional history. He has edited many research works like "Religious and Archaeological History of Ambika Kalna" (in Bengali), "Collection of Selected Stories" by Atin Bandhapadhay, a renowned Bengali writer, "Collected works" by Bhabani Prasad Majumder and "Collected works" by Apurba Dutta.

Preface to the First Edition
During recent years tourism in Ambika Kalna is increasing rapidly. A standard classic work on the history of Ambika Kalna in English language is the need of the hour. The present book is, therefore, designed to fulfill this need. A glance at the contents will suffice to bring out its usefulness not only for the travellers, but also for the general readers and history-lovers.
"Every edifice in Ambika Kalna, or Kalna as it popularly known, oozes history. The peerless architecture of the temples of the town and their history leave few untouched". Thus wrote the Telegraph on 17 Aug, 2005. "Had Kalna been outside India, it would have been equipped with an international airport and tourists would have clustered around here to marvel at the superb architectural beauty of these century-old shrines" - such statement came from "The Statesman" on "Kalna Shrines : Saga of Neglect" dated 27th April, 1992. These two statements, only a tip of the icebarg, will suffice to show how immense tourism potentiality Kalna has.
The endeavour and hard-work. I have taken to draft this book is really a himalayan task. I feel the presence of divinity and unseen power within me that propels me to carry out my task. I feel I am only an instrument to carry out the work assigned to me by divinity.
However, I would like to thank all who assisted me to complete the task. If this book becomes a success, I will feel honest endeavour and task never leave unnoticed and undone.
Sumalya Das
*********

Introduction
I felt a great pleasure while writing on the introduction of "The History of Ambika Kalna : Glimpses of Tourism" by Sumalya Das, Going through the manuscripts of "The History of Ambika Kalna" I feel extremely surprised at the antiquity of Ambika Kalna begetting a sense of reverence for that ancient city. In 'Kubjika Tanta' (7th chapter) in the 6th century we find the reference of Ambika Kalna. Historian Cunningham wrote during 6th-7th centuries Tamrya Liptya (Lamluk) dynasty was extended to Ambika Kalna. A hyper naval base during the reign of Shashanka was set up. It is interesting to note that Ikhtiyaruddin Bin Baktiyar Khalji settled temporarily at Kalna with his armed forces and later attacked Nabadwip and won over Nabadwip from Lakshman Sen.
Kalna is a centre for religious fervour. Here we have living glimpses of Jainism, Shakti Cult, Shairya cult, Baisnava cult, Buddhism as well as Christiam and Islamic cults. In addition to these Kalna is well known for religious tolerance and communal harmony. Kalna is an abode of many terracotta temples. Their wonders are one of the major turist attractions of Kalna.
This book I think is a history, indeed, to the fullest extent. A day will come when people, historians, writers, book-lovers will quote this book as a classic authentic reference for Kalna.
Atin Bandhapadhay
*********

Editorial
"The History of Ambika Kalna". "Gilimpses of Tourism"-by Sumalya Das is, in a work, a classic work in the realm of Regional History. It will certainly be not an exaggeration to say that this book is a pioneering guide for the historians working on Regional History.
Years of hardwork, detailed study, analytical outlook, immense tenacity on the part of the writer constitute this book. The author should be thanked for his outstanding endeavour. This book will certainly be considered a printed document for the history of Ambika Kalna. I especially thank Sumalya Das, a young teacher of great repute for the way he has arranged this book, collected data and for his selection of subjects. Subjects are divided according to the geographical location with a consideration that the tourists, especially the foreigners may enjoy tour to Kalna more preciously and without much physical hazzards.
Bhabani Prasad Majumder
*********

Letters of greetings and appreciation
"The History of Ambika Kalna", "Gilimpses of Tourism" is a monumental work in English both for tourists, non-bengali travellers and general readers as well as history lovers. Ambika Kalna has immense tourism potentiality. Communication barrier due to language will no more be a problem to discover Kalna as this book will work as a potential source to unearth history of each shrine, temple and monument.
Jageshwar Chowdhury

I pay my great regards and tribute to Sumalya Das, a young writer and teacher by professor for his uphill task to write a book like "The History of Ambika Kalna", "Glimpses of Tourism". I know what it takes to write a book of immense potentiality on Ambika Kalna like this. I wish him success in every work of life and pray to God for blessings showered on him.
Ninodbaran Sarkar

Going through the manuscripts of "History of Ambika Kalna : glimpses of Tourism" I felt spellbound considering the himalayan task the writer, Sumalya Das had endeavoured single handedly. This book is a classic work in the true sense of the term. I hope this book will help in every possible way every individual in order to feed his or her aesthetic query and need to know Kalna
Sastipada Chattapadhay

Price : Rs.200 (Rupees Two Hundred Only)



জৈন সম্প্রদায়ের প্রাচীনতম গ্রন্থ ‘আচারাঙ্গ সূত্র এ সূক্ষভূমি ও বজ্জভূমির উল্লেখ আছে। বৌদ্ধ জাতক গ্রন্থসমূহেও সুক্ষদেশের উল্লেখ রয়েছে। প্রাচীনকালে উত্তর রাঢ় ও দক্ষিণ রাঢ়ের বিভাজন রেখা ছিল অজয় নদ। গঙ্গার দক্ষিণ ও পশ্চিমভাগের মধ্যে সীমাবদ্ধ ছিল এই রাঢ় অঞ্চল। প্রাচীন রাঢ়ের এই মধ্যস্থলেই আজকের বর্ধমান। প্রাচীনত্বে, ভৌগলিক গুরুত্বে, আয়তনে, শিক্ষা-সংস্কৃতিতে, খেলাধুলায়, অর্থনৈতিক বিচারে এই জেলা রাজ্যের অন্যতম প্রধান জেলা। এই জেলার সুস্পষ্ট প্রাচীন, মধ্যযুগীয় ও আধুনিক ইতিহাস বিদ্যমান। বর্তমান গ্রন্থটি প্রশ্নোত্তর মোড়কে বর্ধমান জেলার প্রাচীন-ঐতিহ্য, গৌরব, দর্শনীয় স্থান, ঐতিহাসিক স্থান, শিক্ষা-সংস্কৃতি সহ বৌগোলিক, সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক জীবনকে সুনিপুণভাবে তুলে ধরেছে। বর্ধমানের মহাজীবন, রাজপরিবার ও তাঁদের অবদান, ঐতিহ্যমণ্ডিত স্থাপত্য শিল্প সহ প্রাসঙ্গিক সব বিষয়কেই লিপিবদ্ধ করা হয়েছে দুই মলাটের এই সংক্ষিপ্ত পরিসরে।

www.tatobhumiprakashani.in
সুমাল্য দাস
- পেশায় ইংরাজী ভাষার শিক্ষক (এম.এ; বি.এড; ডি.ই.এল.টি) এবং সাংবাদিকতার জন্য জেলায় পরিচিত মুখ। শতাব্দী প্রাচীন ‘পল্লীবাসী’তে সাংবাদিকতায় হাতেঘড়ি। বর্তমানে বিভিন্ন পত্র-পত্রিকায় লেখার সঙ্গে সঙ্গে তটভূমি প্রকাশনীর সম্পাদক পদে কাজে ব্রতী। তার সম্পাদনায় প্রকাশিত হয়েছে অম্বিকা কালনা ইতিহাস সমগ্র (১ ও ২ খন্ড), অতীন বন্দ্যোপাধ্যায়ের ‘নির্বাচিত গল্প সংগ্রহ’, অপূর্ব দত্তের ‘নির্বাচিত ১০০ ছড়া’ এবং ভবানীপ্রসাদ মজুমাদরের ‘শ্রেষ্ঠ ছড়া সমগ্র’, যা পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক উপেন্দ্রকিশোর পুরস্কার ২০১২ লাভ করেছে। লেখকের ‘বরণীয় মনীষীদের সম্রণীয় রঙ্গরসিকতা’, খুবই জনপ্রিয়তা লাভ করেছে। বর্তমানে তিনি বর্ধমানের মনীষীদের ওপর ‘বর্ধমানের বড় মনীষী’ গ্রন্থনির্মাণের কাজ করে চলেছেন।
মূল্য : ২০০ টাকা মাত্র (দুইশত টাকা মাত্র)


‘সিদ্ধেশ্বর রচনা সমগ্র’ গ্রন্থটিতে লেখক তার বিভিন্ন সময়ে বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত লেখাগুলিকে নির্বাচিত ও একত্রিত করে, সংগৃহীত করেছেন দুই মলাটের এই স্বল্প পরিসরে। গ্রন্থটির মননে এবং কলেবরে রয়েছে কালনার ওপর বিভিন্ন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক তথ্য সমৃদ্ধ প্রবন্ধ যা আঞ্চলিক ইতিহাস রচনায়, মৌলিক গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কালনার পাশাপাশি ‘সুকান্ত ভট্টাচাযের রাজনৈতিক চিন্তা’, ‘চলচ্চিত্রে রবীন্দ্রনাথ’ এবং ‘চলচ্চিত্রে কালনার মানুষ’ সবোপরি ‘ভারত বিখ্যাত পণ্ডিত তারানাথ তর্ক বাচস্পতি’ প্রবন্ধগুলি আরো গবেষণার দাবি রাখে। ভাবী প্রজন্ম এই গ্রন্থ থেকে অনেক গবেষণার রসদ পাবে। গ্রন্থটি সুখপাঠ্য। সরল, অনাবিলও সাবলীল ভাষায় গ্রন্থটি লিখিত হয়েছে। ইতিহাস সমৃদ্ধ তথ্য ও ভাষা শৈলীর জন্যই গ্রন্থটি অচিরেই পাঠক মহলে দ্রুত পরিচিতি ও স্বীকৃতি পাবে একথা বলাই বাহুল্য। দীর্ঘ ছয় দশক ধরে লেখক যে সাংস্কৃতিক কর্মসাধনা চালিয়েছেন তারই নির্যাস রয়েছে এই গ্রন্থটিতে।  

সিদ্ধেশ্বর আচার্য্য
জন্ম কালনা শহরে ১৯৩৬ সালে। পিতা বিমলানন্দ আচার্য্য, কালনার প্রথম ভুমিপুত্র কালনাতা হাইকোটের আইনজীবী। ১৯৬০ সালে গ্রামসেবকের সরকারি চাকরি নিয়ে কর্মজীবন শুরু এবং ১৯৯৪ সালে এক্সটেনসন অফিসার সোশ্যাল এডুকেশন পদ থেকে অবসর পরে ১৯৯৫ থেকে ২০০০ সাল পর্যন্ত কালনা পৌরসভার উপপৌরপতি এবং ২০০০ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত D.P.E.P.-তে State Co-Ordinator, Comunity Mobilization হিসাবে কার্য উপলক্ষ্যে সারা পশ্চিমবঙ্গ ভ্রমণ। 
সাংবাদিক হিসাবে পাক্ষিক ‘পল্লীচিত্র’ পত্রিকার ১১ বচর সম্পাদনা করেছেন। দীর্ঘদিন ধরে সভাপতি ছিলেন ‘বর্ধমান ইতিহাস ও পুরাতত্ত্ব-চর্চাকেন্দ্রে’। বর্তমানে সভাপতি ‘কালনা মহকুমা ইতিহাস ও পুরাতত্ত্ব চর্চাকেন্দ্র’ এবং সম্পাদক ‘সিনে সোসাইটি’। ভ্রমণ, ছোটগল্প, আঞ্চলিক ইতিহাসের উপর একাধিক বই লিখেছেন তিনি। দীর্ঘ ৫০ বছর সিনে আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে স্বীকৃতি স্বরূপ পেয়েছেন ফেডারেশন অফ ফিল্ম সোসাইটি অফ ইন্ডয়ার পূর্বাঞ্চলিয় শাখায় প্রথম Life Time Achievement Award
মূল্য : ২০০ টাকা মাত্র (দুইশত টাকা মাত্র)
Kargil War - Naresh Chandra Das

"The Memoirs of Kargil War in 1999" by Sub. Major Shri Naresh Chandra Das is a first-hand experience or saga of life of Army people in Warfront in general and here specially in Kargil. this book highlights the bravery of our national heroes. It is about the unsung, practical tale of the untold stories of unknown, forgotten national heroes in our armed forces who ventured their life to protect our motherland, sacrificing their personal happiness, conjugal life, social life, family life with a determined will to protect us and our motherland. This book has a narrative of the geographical difficulties in Kargil sector, the weapons used, the sacrifices of our martyrs in Kargil warfront. The mentation or psychological inflow of a soldier who is exposed to all sorts of evil forces coming from beyondour border in a straight forward manner and in lucid language is the true gift to readers. This book will inspire several generations to come and will upfold patriotism in every Indian.


SUB MAJOR SHRI NARESH CHANDRA DAS
Shri Naresh Chandra Das
- Sub Major Shri Naresh Chandra Das in his present book has highlighted the undaunted bravery of Indian soldiers in Kargil war front. He himself being a part of the army in 1999 Kargil War has gone through the toughest experiences during the war. Shri Naresh Chandra Das by avocation is a philanthropist, now engaged after his retirement in several social welfare activities like thalassemia organisation, Blood donation camp organisation. He is a front runner for providing help and support to the under privileged people. Born at Koaldanga in Ambika Kalna, Purba Bardhaman on 26th October 1963 Shri Naresh Chandra Das since his birth was adventurous. In 1983 he entered in the profession of a soldier but to him Indian army is an altar for sacrifice. He passed post graduation diploma from Chandigarh Rani Durgavati University and became all India National Army Management graduate from New Delhi. He retire as a sub major from Indian army. He took part in Kargil war in 1999 and this book is his first hand experiences in that war front.
Price : 200.00 (Two hundred Only)



MANDIRMOI KOLKATA

শ্রী সমীর চট্টোপাধ্যায় তার “মন্দিরময় কলকাতা” গ্রন্থটিতে কলকাতা মহানগরীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন মঠ মন্দির গুলিকে ঐতিহাসিক আলোয়, দুই মলাটের পরিসরে সুনিপুণ লেখনীর গুনে তুলে ধরেছেন। গ্রন্থটির অন্যতম বৈশিষ্ট্য হলো এই যে, লেখক পরিচিত মঠ মন্দিরগুলিকে জনসমক্ষে না এন, যা মানুষ বা পাঠকের কাছে স্বল্প পরিচিত সেই মঠ, মন্দিরগুলোকে, ঐতিহাসিক তথ্যসহ তুলে ধরেছেন এই গ্রন্থে। “মন্দিরময় কলকাতা” গ্রন্থটি পাঠকবর্গকে কলকাতার অলিতে-গলিতে তাকা ঐতিহাসিক মঠ, মন্দিরগুলিকে নতুন করে চেনাবে এবং প্রত্যেকটি মন্দিরের ঠিকানা সহ তার অতীত সুনিপুণভাবে লেখক তুলে ধরেছেন। সমগ্য গ্রন্থ জুড়ে রয়েছে এক বিপুল তথ্য-সম্পদ যা ভাবী প্রজন্মকে গবেষণায় প্রবুদ্ধ করতে পারে।


সমীর চট্টোপাধ্যায়
- সাহিত্যসাধক তথা প্রবন্ধকারের জন্ম ১৯৪৩ খ্রিস্টাব্দে, বর্ধমান জেলার কাটোয়া শহরে শ্রীচৈতন্যদেবের সন্ন্যাসভূমি তথা শ্রীগৌরাঙ্গ মন্দিরের সেবাইত চট্টোপাধ্যায় পরিবারে। ছোটবেলা থেকেই ধর্মীয় ও আধ্যাত্মিক পরিবেশে বড় হওয়া। শিক্ষান্তে পশ্চিমবঙ্গ সরকারের পূর্তবিভাগে (বৈদ্যুতিক শাখা) ইঞ্জিনীয়ার হিসাবে কর্মরত ছিলেন। ২০০৩ খ্রিস্টাব্দে অবসর গ্রহণের পরে সাহিত্যচর্চা শুরু তবে ছাত্রাবস্থায় বিদ্যালয়ের হস্তমুদ্রিত ম্যাগাজিনে ‘পূর্বাশা’ প্রথম লেখা প্রকাশ পেয়েছিল। ১৯৮৬ খ্রিস্টাব্দে শ্রীচৈতন্যের সন্ন্যাস গ্রহণের পাঁচশো বৎসর পূর্তি উপলক্ষ্যে যে রচনা প্রকাশিত হয়েছিল তাহা কাটোয়া শ্রীগৌরাঙ্গ মন্দির থেকে পাঠকসমাজে সমাদৃত হওয়ার সাহিত্যসাধনায় অনুপ্রাণিত হন। ২০০৪ খ্রিঃ হতে স্থানীয় নানা পত্রপত্রিকা যথা ধূলামন্দির, গোপন খবর, অজয়, অধরা, সমাজের সাক্ষী, মুক্ত কলম, ময়ূরাক্ষী, রাধামাধব, শালপিয়াল, তুলসীচন্দন, স্বস্তিকা, জর্গরী, মাতৃশক্তি, ঝাড়খণ্ড থেকে প্রকাশিত বাঙালী জাগরণ মঞ্চ, খড়গপুর সমাচার ইত্যাদি বিভিন্ন পত্রপত্রিকায় তথ্যমূলক রচনা প্রকাশিত হয়। ২০০২ খ্রিঃ কাটোয়ায় অনুষ্ঠিত বইমেলায় যুগ্মলেখক হিসাবে প্রথম গ্রন্থ প্রকাশ – গৌর গৌরবাড়ী গৌরপাড়া। তার পরে একক ভাবে গ্রন্থ প্রকাশিত হয় – বাংলা সাহিত্যের অঙ্গন হতে (১ম পর্ব), স্মরণে – মননে শ্রীচৈতন্যদেব, অতীতের পৃষ্ঠা থেকে , যত সব পুরাতনী, কুইজ অন শ্রীচৈতন্যদেব, শ্রীচৈতন্য স্মৃতি কথা (১ম পর্ব) এবং মন্দিরময় কলকাতা মহানগরী। ব্যক্তিগত জীবনে নানা দেবমন্দির তথা নানা কৃতিপুরুষদের জন্মস্থান ভ্রমণের নেশা। প্রত্নতাত্ত্বিক ও অতীতের খ্যাতিমান মানুষদের বর্তমান প্রজন্মের সম্মুখে তুলে ধরাই লেখকের একান্ত প্রচেষ্টা। ভারতীয় সনাতন সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল, এই লেখক শিক্ষা-সংস্কৃতি ও সাহিত্য মহলে সুপরিচিত নাম।
মূল্য : ২০০ টাকা মাত্র (দুই শত টাকা মাত্র)





‘যদি হতো অন্যরকম’ কাব্যগ্রন্থটি হবিবুল্লা সেখের এক অনন্যসাধারণ কাব্য গ্রন্থ। গ্রাম বাংলার সরল সাধারণ জীবন, ভাটিয়ালি সুর, মেঠো গান, বাক্যহীন অনুভূতির প্রবাহমান ধারা যা চিরন্তন, যা অবিনশ্বর..... এমনই এক সারল্যময় সুর ধ্বনিত হয় এই কাব্যগ্রন্থে। কবি তার নান্দনিক দৃষ্টির প্রেক্ষাপটে থরে বিথরে সাজিয়ে তুলেছেন তার কবিতাগুলিকে, তাই কবিতাগুলিতে প্রতিষ্ঠিত হয়েছে প্রাণ। কবিতাগুলির ভাবধারা কিছু ক্ষেত্রে সরলরৈখিক যা এক কথায় সহজবোধ্য। কবি তার কবিতাগুলিকে অনুকরণীয় করে তুলেছেন নিজস্ব লেখনী গুনে। কবিতাগুলির সঙ্গে পাঠকবর্গ নিজেদের সংযোজিত করতে পারবেন অনায়াসে। যে জীবন কোথাও না কোথাও হারিয়ে গেছে তার নিরলস সুর এই কবিতাগুলির মধ্যে ধ্বনিত হচ্ছে।

Habibulla Sk

হবিবুল্লা সেখ
জন্ম ৫ই এপ্রিল, ১৯৬৬, নদীয়া জেলার নতুন নওপাড়া গ্রামের মাতুলালয়ে। ধুবুলিয়া দেশবন্ধু উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাস করার পর কলকাতার বিদ্যাসাগর কলেজ থেকে স্নাতক। কর্ম জবিন শুরু হয় বর্ধমানের ‘নাড়ী শান্তনু ঘোষ মেমোরিয়াল হাই স্কুল’-এ সহকারী শিক্ষক হিসাবে। বর্তমানে তিনি তার গ্রামেই শালিগ্রাম আদর্শ হাই স্কুলে সহ-শিক্ষকের পদে কর্মরত আছেন। ছাত্র জীবন থেকেই কবিতার প্রতি গভীর আকর্ষণ এই গ্রন্থ নির্মাণের অনুপ্রেরণা। পারিবারিক জীবনের দরিদ্রতার মধ্যেও শিক্ষায় এবং সংস্কৃতিতে তার উপস্থিতি স্থানীয় পরিমণ্ডলে আজও সমুজ্জ্বল। বিভিন্ন পত্র পত্রিকায় লেখা প্রকাশের মধ্য দিয়ে নান্দনিক অনুশীলন করে চলেছিলেন কবি। বর্তমান গ্রন্থে তার কবিতার চলমানতার এক নিদর্শন পরিলক্ষিত হয়। তার মৌলিক কবিতাগুলি মনে দাগ কাটে। পাঠকবর্গকে শৈশবের স্মৃতি, হারিয়ে যাওয়া জীবনের রোমন্থন যোগায়। কবি নিয়মিত সাহিত্য চর্চা করে চলেছেন। প্রবন্ধ রচনাতেও তার মৌলিক চলাচল অনুভব করা যায়।
মূল্য : ২৫০ টাকা মাত্র (দুই শত পঞ্চাশ টাকা মাত্র)