About Us

www.tatobhumiprakashani.in
তটভূমি প্রকাশনী
২০১০ সাল থেকে পথ চলা শুরু। শুরুতেই বড় সাফল্য। তটভূমি প্রকাশনী থেকে প্রকাশিত ভবানী প্রসাদ মজুমদারের ‘শ্রেষ্ট ছড়া সমগ্র’ পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ প্রদত্ত শ্রেষ্ট শিশু সাহিত্য পুরস্কার-২০১২ লাভ করে। প্রকাশনীর নাম বিভিন্ণ কাগজে প্রকাশিত হয়। একে একে প্রকাশিত হয় প্রখ্যাত সাহিত্যিক অতীন বন্দ্যোপাধ্যায়ের নির্বাচিত গল্প সংগ্রহ, অপূর্ব দত্তের নির্বাচিত ১০০ ছড়া, অম্বিকা কালনা ইতিহাস সমগ্র - ১ম খন্ড ও ২য় খণ্ড । সুনির্বাচিত কবিতা সংগ্রহ শুভাশিস চক্রবর্তী, শ্রী সমীর চট্টোপাধ্যায়ের চৈতন্য স্মৃতি কথা ইত্যাদি ইত্যাদি। ধীরে ধীরে পাঠকদের দৃষ্টি আকর্ষন করতে থাকে। এবং উত্তরোত্তর পাঠকদের আগ্রহ উদ্দীপনা বৃদ্ধি পাচ্ছে। মননশীল সাহিত্য নির্মান ও বিপনন কেন্দ্র হিসাবে তটভূমি প্রকাশনী আজ এক সুপ্রতিষ্ঠিত নাম।