বৃষ্টি হতে পারে ....সুমাল্য দাস


www.tatobhumiprakashani.in
কুড়িটি অনুগল্পের মোড়কে জীবনের অভিজ্ঞতাকে ব্যক্তিক থেকে নৈব্যন্তিক-এ পৌঁছে দেবার প্রয়াস আক্ষরিক অর্থেই দুঃসাহসিক। দুঃসাহসিকতার আনন্দও অপার্থিব। সেই অপার্থিব আনন্দে স্নাত মন পাঠকের মননে লেখনির বিচারের আবেদনে সকল পূর্ণতা খুঁজে পাবে। আশা সেখানেই, ভরসা এখানেই। চলার পথে, জীবিকার পর যখন জীবনের অর্থ খোঁজা শুরু হয় – জীবনকে ঘিরে জীবনের যে কল্লোল ধরা পড়ে, ক্ষুদ্র জীবনে যে মহাজীবনের ইঙ্গিত সুস্পষ্ট হয়, তা স্বতঃস্ফূর্ত ভাবে উঠে আসে লেখনিতে। সংশয় এখানে তা কতকটা পারা গেল। স্বস্তি এখানেই – চেষ্টা তো হল।

www.tatobhumiprakashani.in
সুমাল্য দাস
- পেশায় ইংরাজী ভাষার শিক্ষক (এম.এ; বি.এড; ডি.ই.এল.টি) এবং সাংবাদিকতার জন্য জেলায় পরিচিত মুখ। শতাব্দী প্রাচীন ‘পল্লীবাসী’তে সাংবাদিকতায় হাতেঘড়ি বর্তমানে পল্লীবাসী, সাম্প্রতিক, হোত্রী, শিক্ষা ও সাহিত্য, সংঘসাথী, দৈনিক মুক্তবাংলাতে নিয়মিত প্রবন্ধ লেখক। প্রকাশিত হয়েছে লেখকের অনুগল্প সংকলন ‘বৃষ্টি হতে পারে’। তাঁর সম্পাদিত কালনার বিখ্যাত মহিষমর্দ্দিনী পূজার উপর আকরগ্রন্থ ‘মা মহিষমর্দ্দিনী : ধর্মীয় ও লৌকিক ইতিহাস’ লেখকের মৌলিক গবেষণার প্রতি আগ্রহ প্রতিভাত করে। বইটির উচ্চ সাফল্য বর্তমান গ্রন্থের প্রেরণা-প্রবাহ। লেখকের সংকলন ও সম্পাদনায় প্রকাশিত হয়েছে কৃষ্ণকুমার ভদ্রের ‘শেষস্মৃতি’ এবং কবিতা সংকলন ‘দশমিক’, লেখকের সম্পাদনায় প্রকাশিতব্য প্রখ্যাত সাহিত্যিক অতীন বন্দ্যোপাধ্যায়ের গল্প সংকলন এবং ভবানী প্রসাদ মজুমদারের নির্বাচিত ছড়া সংকলন। লেখ বর্তমানে সহঃসম্পাদক, এডিটরস্র এণ্ড জার্নালিসট গিল্ড, কালনা এবং সহঃ সম্পাদক, কালনা সংস্কৃতি পরিষদ।
মূল্য : ২৫ টাকা মাত্র (পঁচিশ টাকা মাত্র)