‘গল্পের মিছিলে’ দেবাশীষ চট্টোপাধ্যায়ের এক অনন্য গল্প সংকলন। লেখক তাঁর দীর্ঘ জীবনের নানাবিধ অভিজ্ঞতা, কল্পনা এবং বাস্তবের নির্যাস এক মৌলিক মিশ্রণে পাঠকের সামনে তুলে ধরেছেন। ‘গল্পের মিছিলে’ তার নির্দিষ্ট পরিমণ্ডলের বাইরে এক অনন্য জগৎকে আমাদের সামনে দর্পনের মতো প্রতিভাত করতে সক্ষম হয়েছেন। গ্রন্থটির সাফল্য এখানেই। লেখকের সাফল্যও এখানে। লেখক যখন বৃহত্তর পাঠক সমাজের মনন ও সাহিত্যচেতনাকে জাগ্রত করতে পারেন তাঁর মৌলিক লেখনীর মাধুযে, তখনই গ্রন্থ হয়ে ওঠে যূগোত্তীর্ণ। বর্তমান গ্রন্থে সেইসব উপকরণ রয়েছে যা পাঠক সমাজকে প্রভাবিত করবে, ডেকে নেবে নিজের অন্তঃস্থলে।
দেবাশীষ চট্টোপাধ্যায়
– লেখখক শ্রী দেবাশীষ চট্টোপাধ্যায়ের জন্ম শিল্পনগরী জামশেদপুরে ১৯৪৯ খ্রিস্টাব্দে। জামশেদপুরেই সাধারণ শিক্ষা ও কারিগরি শিক্ষা লাভ করে বার্ণপুরে ইস্পাত-শিল্পে কর্মজীবন শুরু। অবসর গ্রহণের পর অম্বিকা কালনায় আগমন। অনিয়মিত সাহিত্য চর্চা এখানেই নিত্য সাধনায় পরিবর্তিত হয়। ২০১৬ খৃ: প্রকাশিত হয় “চাণক্য নীতির সুধামৃত” গ্রন্থটি। সব পাঠক মহলেই এই গ্রন্থ সমাদৃত হওয়ায় চাণক্যর উপর দ্বিতীয় গ্রন্থ “চাণক্য শ্লোক সুধামৃত” গ্রন্থটি নির্মাণে প্রেরণা লাভ করেন। কথা সাহিত্যিক শ্রী অতীন বন্দ্যোপাধ্যায় তাঁর চাণক্য নীতির উপর লেখা গ্রন্থগুলির ভূয়সী প্রশংসা করেন।শ্রী দেবাশীষ চট্টোপাধ্যায় দীর্ঘদিন ধরে বিভিন্ন পত্র-পত্রিকায় এবং ব্যক্তিগত চর্চায় কবিতাকে রেখেছেন তাঁর সাহিত্যচর্চা অন্যতম মাধ্যম হিসাবে। বর্তমান গ্রন্থ ‘গল্পের মিছিলে’ লেখক গল্প রচনায় যে কতটা মৌলিক এবং সাবলীল তা প্রতিভাত হয়েছে। মনন চর্চার আন্তরিক এবং বলিষ্ঠ প্রয়াস বর্তমান গ্রন্থ।