বাউলগীতি ও ভাবগীতি ....অধমে বলাই (বলাই চন্দ্র মণ্ডল)



www.tatobhumiprakashani.in
অধমে বলাই রচিত ‘বাউলগীতি ও ভাবগীতি’ গ্রন্থটি ১৪১টি বাউল ও ভাবসঙ্গীতের সংকলন। গ্রন্থটির প্রধান সম্পদ গ্রন্থটির মৌলিকত্ব এবং অপার্থিব ভাবসঞ্চার করার ক্ষমতা। সীমাবদ্ধ মানবপ্রেমকে অসীম ভাগবত প্রেম-এ উত্তরণের আহ্বান জানায় এই গ্রন্থ। শব্দ-বাক্য-ভাষায় সিঁড়ি বেড়ে অনায়াসে পৌঁছে যাওয়া যায় বাউলিয়াদের সাধন-তত্ত্বের মৃন্ময়ী রূপের কাছাকাছি। বাংলার সুধী, ভক্ত, বাউল, বৈষ্ণব ও সকল ব্যক্তির কাছেই সহজেই ধরা পড়ে এই গ্রন্থের নিগূঢ় নির্যাস। ভাষা এখানে বাউল-জীবনের মত-ই উদার, সরস। 

www.tatobhumiprakashani.in
অধমে বলাই (বলাই চন্দ্র মণ্ডল)
জন্ম: ১২ই ফেব্রুয়ারি ১৯৪৯। পিতা নিত্যগোপাল মণ্ডল এবং মাতা রাধারানী মণ্ডল। মাজিদা গন বিদ্যাভবন উচ্চ বিদ্যালয়ের পদার্থ বিদ্যার শিক্ষক। আদি নিবাস দফরপোতা, পো: মাজিদা, থানা: পূর্বস্থলী, বর্ধমান। আশৈশব লৌকিক গানের প্রতি তীব্র আকর্ষণ – বিশেষত বাউল, ভাটিয়ালী, ভাবগীতির গান। শিক্ষকতার সঙ্গে সঙ্গে বাউল-সঙ্গ করা, তাঁদের গানের নিগূঢ় অর্থ অন্বেষণ করা, ভাবগীতির মধ্য দিয়ে অসীমকে অনুভব করার প্রবল আকুতি-ই বর্তমান গ্রন্থের প্রেরণা-প্রবাহ। বাউলগীতি, ভাবগীতি রচনার সঙ্গে সঙ্গে লিখেছেন অসংখ্য ছোটগল্প ও কবিতা।

মূল্য : ১০০ টাকা মাত্র(একশত টাকা মাত্র)