নির্বাচিত গল্প ও প্রবন্ধ সংগ্রহ ....উদয় শঙ্কর ত্রিবেদী


 উদয় শঙ্কর ত্রিবেদীর ‘নির্বাচিত গল্প ও প্রবন্ধ সংগ্রহ’ গ্রন্থটি এক কথায় লেখকের মৌলিক প্রচেষ্টার অনন্য নিদর্শন। ২০০৭ সালের পর থেকে স্থানীয় পত্র-পত্রিকায় নিয়মিত-অনিয়মিত লিখে চলেছেন তিনি। শিক্ষকতা থেকে অবসর গ্রহণের পর স্থানীয় পত্র-পত্রিকায় প্রকাশিত গল্প-প্রবন্ধ ও বিশেষ রচনা গুলিকে বই এর আকারে প্রকাশ করার জন্য ‘কালনা সংস্কৃতি পরিষদ’ বারংবার অনুপ্রাণিত করায় তিনি আমার প্রকাশনী থেকে গ্রন্থ নির্মাণে উদ্যোগী হন। তার লেখাগুলি সহজ-সরল-প্রাণবন্ত। জীবনের নানা অভিজ্ঞতা ব্যক্তি জীবনকে যেমন ভাবে রঙিন করে, আলোকিত করে, যেমন ভাবে নান্দনিকতায় ভরিয়ে দেয় মন – তেমনই সারল্যভরা লেখনিতে তিনি এই গ্রন্থ নির্মাণ করেছেন। এই গ্রন্থে প্রকাশিত বিশেষ রচনাগুলি এক একটি সম্পদ। গ্রন্থটির সার্বিক সাফল্য কামনা করি।


উদয় শঙ্কর ত্রিবেদী

লেখক শ্রী উদয়শঙ্কর ত্রিবেদীর জন্ম মুর্শিদাবাদ জেলার শক্তিপুর গ্রামের পাঠক পাড়ায় তাঁর মাতুলালয়ে ১৯শে সেপ্টেম্বর ১৯৫৩ সালে। পৈতৃক ভিটা কাঁকুড়িয়া সহজপুর পূর্ব বর্ধমান। এখানেই তাঁর বড় হয়ে ওঠা। শিক্ষা গ্রহণ। গ্রামীণ প্রাকৃতিক পরিবেশে লেখনীর রসদ জমা হতে থাকে মনের আন্দনিক পরিমণ্ডলে দিন-দিন প্রতিদিন। অনিয়মিত সাহিত্য-চর্চার নানান নিদর্শন ২০০৭ সালের পর স্থানীয় পত্র-পত্রিকায় প্রকাশিত হতে থাকে নিয়মিত-অনিয়মিত। শিক্ষকতা থেকে অবসর গ্রহণের পর স্থানীয় পত্র পত্রিকায় প্রকাশিত গল্প-প্রবন্ধগুলিকে বই এর আকার দেওয়ার জন্য কালনা সংস্কৃতি পরিষদের অনুপ্রেরণা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছে – এ কথা অনস্বীকার্য্য।
মূল্য : ৭৫ টাকা মাত্র(পঁচাত্তর টাকা মাত্র)