শ্রেষ্ঠ ছড়া সমগ্র ...ভবানীপ্রসাদ মজুমদার


ভবানীপ্রসাদ মজুমদারের ‘শ্রেষ্ঠ ছড়া সমগ্র’ তাঁর হাজার হাজার লেখা ছড়া কবিতা থেকে তুলে নেওয়া কিছু মণিমাণিক্য যার দ্যুতিতে উদ্ভাসিত হবে বাংলা পাঠক-সমাজ, বারো থেকে বিরাশি, তেরো থেকে তিরানব্বুই। এই গ্রন্থ ভবানীপ্রসাদ মজুমদারের সাহিত্য-প্রতিভার নানান দিক – ‘ছড়ার ভাব-ভাষা, মাত্রা-মিল-ছন্দ, বিষয়বস্তুর বিভিন্নতা, ভাবের উদাত্ততা, নির্মল হাসির মাধুর্য্য, জীবনের প্রতি অনুরক্ততা, অন্যায়-অবিচার, দুর্নীতির প্রতি জেহাদ তীব্র শ্লাঘা, কশাঘাত পাঠক সমাজের সামনে তুলে ধরবে। আবৃত্তি উপযোগী ছোট-বড়-মাঝারী বয়সী সকলের জন্য বিশেষ যত্ন নিয়ে ছড়া-কবিতাগুলি এই গ্রন্থে সংযোজিত করা হয়েছে। এক কথা, এই গ্রন্থ ছাড়া ভবানীপ্রসাদ মজুমদার এর সঠিক মূল্যায়ন অসম্ভব। 

ভবানীপ্রসাদ মজুমদার
- জন্ম ১৯৫৩ সালে হাওড়া জেলার দাশ নগরের কাছে দক্ষিণ শানপুর গ্রামে। তিনি পেশায় শিক্ষক কিন্তু আশৈশব সাহিত্যপ্রেমী এবং সাহিত্য-সাধনাই তাঁর জীবনের মূলমন্ত্র। এক অর্থেই ভবানীপ্রসাদ মজুমদার হয়ে উঠেছেন তাঁর জীবদ্দশায় কিংবদন্তী। এখনো পর্যন্ত প্রায় ১২ হাজার ছড়া-কবিতা ছাপা হয়েছে ১৫০ এর বেশি পত্র-পত্রিকায়। বই এর সংখ্যাও ৫০ পেরিয়েছে অনেক দিন। স্বীকৃতিস্বরূপ ভবানীপ্রসাদ মজুমদার পেয়েছেন অসংখ্য পুরস্কার । তার মধ্যে উল্লেখযোগ্য সুকুমার রায় শতবার্ষিকী পুরস্কার, সত্যজিৎ পুরষ্কার, সুকান্ত পুরষ্কার, অমৃত কমল পুরষ্কার, শিশুসাহিত্য সংসদ পুরষ্কার, শিশুসাহিত্য পরিষদ পুরষ্কার, ধূমকেতু স্বর্ণপদক, যোগিন্দ্রনাথ সরকার স্মৃতি পুরষ্কার, সত্যেন্দ্র নাথ দত্ত স্মৃতি পুরষ্কার, নবকৃষ্ণ ভট্টাচার্য্য স্মৃতি পুরষ্কার, লোকসংস্কৃতি পরিষদ পুরষ্কার, কিশোর জ্ঞান বিজ্ঞান পত্রিকা প্রদত্ত শৈব্যা পুরষ্কার, সারস্বত শিরোমণি পত্র প্রভৃতি।
মূল্য : ১০০ টাকা মাত্র (একশত টাকা মাত্র)