চাণক্য নীতির সুধামৃত্য ...দেবাশীষ চট্টোপাধ্যায়


Debashis Chatterjee
ভারতের ইতিহাসে বিষ্ময়কর রাজনৈতিক প্রতিভা, সামাজিক সংবেদনশীলতা, কূটনৈতিক প্রাজ্ঞতা, অর্থনৈতিক সচেতনতার অবিনশ্বর প্রতিভূ হিসাবে চাণক্য চিরস্মরণীয়। তাঁর বাস্তব নৈতিকতা তিনি তাঁর নীতি শ্লোকের মাধ্যমে ছড়িয়ে দিয়েছিলেন। তাঁর অভূতপূর্ব লোকশিক্ষার সার্থক প্রয়াসে আজও আমরা বিস্ময়াভিভূত। যদিও সংস্কৃত শিক্ষা আজ আমাদের সমাজে অবহেলিত, চাণক্য নীতির সুধামৃত ভাষা-যুগ-দেশের পরিমণ্ডল অতিক্রম করে ধ্রপদী সাহিত্যে অমরত্ব লাভ করেছে।
চাণক্যের নীতি শ্লোক ও শ্লোকের ব্যাখ্যা আমরা ছাত্রজীবনে পড়ে এসেছি। অপরিণত বয়সে যান্ত্রিক মানসিকতায় সেগুলো অধ্যয়ন করেছিলাম। এই পরিণত বয়সে সেগুলির পুর্ণমূল্যায়ন করতে গিয়ে অনুভব করলাম চাণক্য যেভাবে ছন্দোবদ্ধ ভাবে পরিবেশন করেছেন ব্যাখ্যায় সে ছন্দোবদ্ধ রস কোথায় ?
বঙ্গভাষায় ছন্দোবদ্ধ ব্যাখ্যার প্রয়াসেই আমার এই অবতারণা। বঙ্গের রঙ্গপ্রিয় বাঙালীকে ছন্দের মাধ্যমে আকর্ষিত করার অভিলাষেই আমার এই নিবেদন। জানিনা বঙ্গপ্রিয় মানসিকতাকে কতটা প্রভাবিত করতে পারবো ?


দেবাশীষ চট্টোপাধ্যায়
- জন্মস্থান শিল্পনগরী জামশেদপুর ১৯৪৯ খৃঃ। জামশেদপুরেই উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণের পর বর্ধমান জেলার বার্ণপুরে ইস্পাতশিল্পে কর্মজীবন শুরু। বার্ণপুরে কর্মজীবন অবসানের পরে অম্বিকা কালনায় অবসর জীবন শুরু। পারিপার্শ্বিক চাপমুক্ত হয়ে অবসর বিনোদনের তাগিদেই সাহিত্য সাধনার প্রয়াস। চাণক্যের সংস্কৃত শ্লোকের প্রতি আকৃষ্ট হয়ে বাঙ্গলায় ছন্দের আকারে অনুবাদে হঠাৎই উদ্যোগী হয়ে পড়লাম। মানসিক ভাবে প্রস্তুত ছিলাম না। অখণ্ড অবসর বিনোদনে সমস্ত ঘটনা অনবধানেই ঘটে গিয়েছে। অবশেষে সংঘবদ্ধ আকারে পাঠক সমাজে ছড়িয়ে দেবার প্রয়াসী হয়েছি। জানি না চাণক্যের ভাবধারা নিয়ে পাঠকের অন্তঃকরণে অন্তর্ভুক্ত হতে পারবো কিনা।
মূল্য : ৬০ টাকা মাত্র (ষাঁট টাকা মাত্র)