ক্যুইজ অন শ্রীচৈতন্য জায়া দেবী বিষ্ণুপ্রিয়া ...সমীর চট্টোপাধ্যায়



Samir Chatterjee
”ক্যুইজ অন্ শ্রীচৈতন্যন্যজায়া বিষ্ণুপ্রিয়া” গ্রন্থটি স্বল্প কলেবরে লিখিত শ্রীচৈতন্যজায়া বিষ্ণুপ্রিয়ার উপর এককথায় আরগ্রন্থ। বিষ্ণুপ্রিয়ার উপর এমন গ্রন্থ বৈষ্ণব সাহিত্য তথা বাংলা সাহিত্যে বিরল। গ্রন্থটি কেবল বিষ্ণুপ্রিয়ার ব্যক্তিজীবনে সীমাবদ্ধ না থেকে বিষ্ণুপ্রিয়ার ঐতিহাসিক এবং বৈষ্ণবধর্মে তাঁর ভূমিকাকে সুনিপুণ ভাবে তুলে ধরেছে। এখানেই গ্রন্থটির সাফল্য এবং এই কারণে গ্রন্থটি অমরত্ব লাভ করবে বলে আমি মনে করি। লেখকের দিক থেকে বিষয়টি অবশ্য কঠিন : কঠিন এই কারণে বৈষ্ণব সাহিত্যে শ্রীচৈতন্যজায়া বিষ্ণুপ্রিয়া কাব্যে উপেক্ষিতা। সেই কারণে বিষ্ণুপ্রিয়ার উপর পূর্ণাঙ্গ তথ্য বিরল। এই বিরলতার প্রাচুর্য্যর মধ্যেও লেখক শ্রী সমীর চট্টোপাধ্যায় যেভাবে তথ্য সংগ্রহ করে এমন একটি বিরলগ্রন্থ উপহার দিলেন, তার প্রশংসা না করলে অবিচার করা হবে।


সমীর চট্টোপাধ্যায়
- সাহিত্যসাধক তথা প্রবন্ধকারের জন্ম ১৯৪৩ খ্রিস্টাব্দে, বর্ধমান জেলার কাটোয়া শহরে শ্রীচৈতন্যদেবের সন্ন্যাসভূমি তথা শ্রীগৌরাঙ্গ মন্দিরের সেবাইত চট্টোপাধ্যায় পরিবারে। ছোটবেলা থেকেই ধর্মীয় ও আধ্যাত্মিক পরিবেশে বড় হওয়া। শিক্ষান্তে পশ্চিমবঙ্গ সরকারের পূর্তবিভাগে (বৈদ্যুতিক শাখা) ইঞ্জিনীয়ার হিসাবে কর্মরত ছিলেন। ২০০৩ খ্রিস্টাব্দে অবসর গ্রহণের পরে সাহিত্যচর্চা শুরু তবে ছাত্রাবস্থায় বিদ্যালয়ের হস্তমুদ্রিত ম্যাগাজিনে ‘পূর্বাশা’ প্রথম লেখা প্রকাশ পেয়েছিল। ১৯৮৬ খ্রিস্টাব্দে শ্রীচৈতন্যের সন্ন্যাস গ্রহণের পাঁচশো বৎসর পূর্তি উপলক্ষ্যে যে রচনা প্রকাশিত হয়েছিল তাহা কাটোয়া শ্রীগৌরাঙ্গ মন্দির থেকে পাঠকসমাজে সমাদৃত হওয়ার সাহিত্যসাধনায় অনুপ্রাণিত হন। ২০০৪ খ্রিঃ হতে স্থানীয় নানা পত্রপত্রিকা যথা ধূলামন্দির, গোপন খবর, অজয়, অধরা, সমাজের সাক্ষী, মুক্ত কলম, ময়ূরাক্ষী, রাধামাধব, শালপিয়াল, তুলসীচন্দন, স্বস্তিকা, জর্গরী, মাতৃশক্তি, ঝাড়খণ্ড থেকে প্রকাশিত বাঙালী জাগরণ মঞ্চ, খড়গপুর সমাচার ইত্যাদি বিভিন্ন পত্রপত্রিকায় তথ্যমূলক রচনা প্রকাশিত হয়। ২০০২ খ্রিঃ কাটোয়ায় অনুষ্ঠিত বইমেলায় যুগ্মলেখক হিসাবে প্রথম গ্রন্থ প্রকাশ – গৌর গৌরবাড়ী গৌরপাড়া। তার পরে একক ভাবে গ্রন্থ প্রকাশিত হয় – বাংলা সাহিত্যের অঙ্গন হতে (১ম পর্ব), স্মরণে – মননে শ্রীচৈতন্যদেব, অতীতের পৃষ্ঠা থেকে , যত সব পুরাতনী, কুইজ অন শ্রীচৈতন্যদেব, শ্রীচৈতন্য স্মৃতি কথা (১ম পর্ব) এবং মন্দিরময় কলকাতা মহানগরী। ব্যক্তিগত জীবনে নানা দেবমন্দির তথা নানা কৃতিপুরুষদের জন্মস্থান ভ্রমণের নেশা। প্রত্নতাত্ত্বিক ও অতীতের খ্যাতিমান মানুষদের বর্তমান প্রজন্মের সম্মুখে তুলে ধরাই লেখকের একান্ত প্রচেষ্টা। ভারতীয় সনাতন সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল।
মূল্য : ৫০ টাকা মাত্র (পঞ্চাশ টাকা মাত্র)